|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদাঃ সহায়ক সমিতি মঙ্গলবাড়ীপুরাতন মালদার উদ্যোগে, মির্জাপুর মোর মঙ্গলবাড়ী নৈবদ্য লজে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ প্রমুখ। শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। মালদা ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার শূণ্য। সংকটময় মুহূর্তে রক্ত দানের মতোন মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান এবং স্বয়ং নিজে রক্ত দান করেন সহায়ক সমিতির সম্পাদক জলি ভাস্কর মহাশয়।