ভাতা নয় চাকরি চাই আন্দোলনের পথে অল বেঙ্গল যুব কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদন, নতুন গতি:-

    All Bengal Youth welfare Association
    (Govt.Regd.No-S0008337,Estd.2019)সারা পশ্চিমবঙ্গের বৃহত্তম অরাজনৈতিক সংগঠন, 2012 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর নাম নথিভুক্ত থাকা বেকার যুবক ও যুবতী কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বর্তমান সরকার এম্প্লয়মেন্ট ব্যাংক নামে একটি ওয়েব পোর্টাল চালু করেন, এবং উক্ত পটালে নাম নথিভুক্ত করা প্রথম এক লক্ষ বেকার কর্মপ্রার্থীদের 2013 সালের 3rd অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে যুবশ্রী নামের স্বীকৃতি এবং মর্যাদা দেন স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রী। এবং এই এক লক্ষ বেকার কর্মপ্রার্থীদের মাসে 1500/-করে উৎসাহ ভাতা চালু করা হয় এবং এই মঞ্চে মাননীয়া মুখ্যমন্ত্রী সহ তৎকালীন সময় মন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে বয়সের যোগ্যতার ভিত্তিতে সহকারী পদে নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘ 7 বছর অতিক্রম করার পর এইবার প্রার্থীগণ একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে এই সংগঠন গড়ে তোলেন All Bengal Youth welfare Association (Govt Regd.No- S0008337,Estd-2019, গত 02.12.2019 তারিখ বেকার কর্ম প্রার্থীরা একত্রিত হয়ে রানী রাসমণি এভিনিউ তে জনসমাবেশ করে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রধান কার্যালয়ে নবান্ন একটি স্মারকলিপি প্রদান করেন ,কিন্তু দুঃখের বিষয় এই বিষয়ে কোনো প্রতুত্তর না পেয়ে বেকার কর্মপ্রার্থীরা পুনরায় আবার গত 10.02.2020 তারিখে শিয়ালদা বিগবাজার এর সম্মুখে কর্মপ্রার্থীরা জমায়েত হয়ে বিশাল পদযাত্রার মাধ্যমে রামলীলা ময়দানে এক জনসমাবেশে করেন এবং মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয় তাদের দাবি পত্র পেশ করেন। এইভাবে বহুবার মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এবং শ্রম মন্ত্রীর কাছে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে এই সংগঠনের জেলা নেতৃত্ব বৃন্দ মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে বহু জেলা থেকে এই স্মারকলিপি তুলে দিয়েছেন , এবং প্রার্থনা করেছেন বেকার কর্মপ্রার্থীদের আর্তনাদের কথা, এবং উক্ত শ্রমদপ্তর এবং মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয় গুলি নীরব। কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত 13.02.2020 তারিখ মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে যুবশ্রী বিষয়ে বর্তমান শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় কে দুটি বিষয়ে নির্দেশ দিয়েছিলেন প্রথমত: বন্ধ ভাতা চালু করার বিষয়ে এবং যুবশ্রী প্রকল্প থেকে কেন চাকরি হচ্ছে না??? এই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন খতিয়ে দেখার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোন সদুত্তর পেলাম না।
    গত 10.06.2020 তারিখে অল বেঙ্গল ইউথ ওয়েলফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়িতে বসে অনলাইনে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত এক গণ প্রতিবাদ এবং অভিযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। সরাসরি শ্রমদপ্তরের ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে ভাতা প্রাপক বেকার যুবশ্রী কর্মপ্রার্থীরা সরকারকে দুটি বিষয়ে আলোকপাত করেছে সেগুলো নিম্নে দেওয়া হল।
    1) বন্ধ ভাতা চালু হওয়ার দাবীতে অভিযোগ
    2) মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ 7 বছর আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী “ভাতা নয় চাকরি চাই” এই দাবিতে অভিযোগ।
    সংগঠনের পক্ষ থেকে আজ 25.06.2020 তারিখে(বৃহস্পতিবার) সারা রাজ্য জুড়ে এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছিল একইসঙ্গে প্রত্যেকটা জেলা থেকে যেমন জেলার জেলাশাসকের দপ্তর ও জেলা শ্রমদপ্তর, এবং রাজ্যের শ্রম ও দপ্তরের প্রধান কার্যালয় এবং মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয় ও মাননীয়া মুখ্যমন্ত্রী এনাদের কে অনলাইনে স্মারকলিপি জমা দেওয়া হবে কিন্তু কর্মসূচি টা একটু অন্যধরনের হবে প্রত্যেকটা জেলার যারা এই সংগঠনের সদস্যবৃন্দ আছে প্রত্যেকেই নিজেদের স্বাক্ষর করতে পারবেন।
    সংগঠনের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব বৃন্দের কোথায় আগামী দিনে সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা “ভাতা নয় চাকরি চাই”এই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবো।