|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রচারের মোহ থেকে বাঁচার নির্দেশ দেন মোদি । বলেন, “কারোর কথা বিশ্বাস করবেন না । কেউ ফোন করে বলতেই পারে । কিন্তু, ভরসা করবেন না । সরকারিভাবে ফোন এলেও একবার যাচাই করে দেখুন ।” সেইসঙ্গে VIP কালচার বন্ধ করারও নির্দেশ দেন মোদি । বলেন, “কেন চেকিং হবে না ? আমরাও তো নাগরিক । নিজেদের বদলাতে হবে । লালবাতি সরানোর পর দেশের মানুষের কাছে একটা বার্তা গেছে । মনোহর পর্রিকরজিও এরকম সাধারণ জীবনযাপন করতেন । একটা কথা মনে রাখবেন, আপনারা দেশের সাংসদ । কেরালা, কাশ্মীর সব জায়গারই চিন্তা করতে হবে । আমি আনন্দের সাথে বলতে পারি 2014-র পর 5 বছর আমরা গরিবের জন্য সরকার চালিয়েছি । এখন বলতে পারি, 5 বছর পর গরিবরাই আমাদের সরকার বানাল ।” তিনি আরও বলেন, “সংখ্যালঘুদের সঙ্গে এতদিন ধরে চিটিং হয়েছে । আমাদের এটা রুখতে হবে ।”