|
---|
আজাহার উদ্দিন : হুগলির আরামবাগের পারুল ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় ও সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও সৈয়দ জিয়াজুর রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও কম্বল বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান।
সম্পূর্ণ সরকারি বিধি নিষেধ মেনেই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিবছর বৃহৎ আকার ধারণ করলেও করোনার জন্য এবছরে সংক্ষিপ্তাকারে অনুষ্ঠান করতে বাধ্য হয় বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তথা সোসাইটির সহ-সভাপতি সৈয়দ এহতেশাম মামুন, খন্দকার মইদুল ইসলাম, শিক্ষক চন্দন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সকলেই পারুল ইয়ং স্টার ক্লাবের রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের
মধ্যে বস্ত্র বিতরণ করার জন্য উপস্থিত অতিথিবৃন্দ সকলেই সাধুবাদ জানান