|
---|
নিজস্ব সংবাদদাতা : উৎসব, এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। শহর কলকাতার বুকে এবার এক ‘অন্য’ উৎসবের আয়োজন। না ঠিক বইমেলা নয়, তবে উৎসবে আছে অবশ্যই মেলা বইয়ের সম্ভার। টালিগঞ্জের নেতাজী নগরে এ রকমই এক ব্যতিক্রমী বই উৎসবের আয়োজন। ‘আপনার ফেলে দেওয়া নয়, পড়া হয়ে যাওয়া বই নিয়ে আসবেন, বিনিময়ে পছন্দমত একটি বই নিয়ে যাবেন’- মূলত এই ভাবনাকে সামনে রেখেই বই বিনিময় উৎসব।
রাস্তার ধারে খোলা আকাশের নিচে এমনই এক উৎসবের আয়োজন। স্থানীয় একটি সাহিত্য পত্রিকার উদ্যোগে এই বই বিনিময় উৎসবে পাঠকদের আগ্রহ ছিল তুঙ্গে। আধুনিক যুগে স্মার্টফোনের দৌলতে যেখানে বই পড়ার অভ্যেস অনেকটাই হারাতে বসেছে তখন পাঠকদের আরও বেশি করে বইমুখী করে তুলতেই এই উদ্যোগ। দক্ষিণ কলকাতার মৃল রাস্তার পাশের গলিতে টেবিল চেয়ার লাগিয়ে ভ্রাম্যমান এই গ্রন্থাগার পথচলতি মানুষের উপস্থিতিই জানান দিচ্ছে যে, আজও বইই হচ্ছে তাদের প্রিয় বন্ধু।বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই নতুন বই কেনার সামর্থ্য নেই। তাদের বাড়িতে থাকা পুরনো বই যা স্রেফ পড়ে পড়ে ধুলো জমছে সেই সেই সব বই এই উৎসবে জমা দিয়ে মিলছে নানান ধরনের সাহিত্য থেকে রাজনীতি, রবীন্দ্ররচনাবলী থেকে নতুন স্বাদের হরেক রকম বই পড়ার সুযোগ। এভাবেই একজন পাঠকের বই অন্য পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে । লক্ষ্য, বইকে আরও বেশি করে পাঠকদের বন্ধু করে তোলা।বিদেশে এই ধরনের চল আছে। পুরনো বই আদানপ্রদানের মাধ্যমে পাঠকদের বইমুখী করে তোলার। এবার তিলোত্তমাতেও সেই বিদেশি আমেজ। বইকে ভালোবেসে, বইয়ের টানে অনেক পাঠকই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্ট্রিট লাইব্রেরি, এখানে যেমন বসে বই পড়ার সুযোগ থাকছে । তেমনি বই বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে। এই ব্যতিক্রমী ভ্রাম্যমান গ্রন্থাগারের আয়োজক ‘ভাষা তরী’ কর্তৃপক্ষের কথায়,’ আমরা এবার থেকে নিয়মিত এই বই বিনিময় উৎসব করব। আমাদের মূল উদ্দেশ্য পাঠকদের আরও বেশি করে বইমুখী করে তোলা’।