উপস্থিত বুদ্ধিদিয়ে স্কুল পড়ুয়াদের প্রাণ বাঁচালো পুলকার চালক

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
ঈশ্বর যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারেনা-রাখে হরি তো মারে কে। নিজের দক্ষতা ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পুলকারে থাকা প্রায় ১০ থেকে ১৫ জন বড়িশা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন এই পুলকার চালক। নাম:- সৌরভ খামারু বাড়ি বিষ্ণুপুর তপশিলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভান্ডারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার

    গত ০২/০৮/২০২২  বিকাল ঠিক ৪:৩০ নাগাদ পৈলান ভারত সেবাশ্রম হসপিটালের দিক থেকে কলকাতা গামী একটি গাড়ি প্রচণ্ড গতিতে আসায় V.M.S স্কুলের সামনে পুলকারটি  মুখোমুখি দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে পুলকারের এই সৌরভ  নিজের দক্ষতা ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পুলকারটিকে V.M.S স্কুলের গেটের কাছে তুলে দেয় ও পুলকারটি রক্ষা পায়।

    অপরদিকে কলকাতাগামী গাড়িটি একটি লাইট পোস্টে ধাক্কা মেরে নয়ানজুলি তে পড়ে যায়। পুলকারের সকল বাচ্চাকে সুরক্ষিত অবস্থায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কুর্নিশ জানায় অভিভাবকেরা । বিষ্ণুপুর বিধানসভার সৌরভ খামারুকে, তৎসহ  রিমঝিমের তরফ থেকে সৌরভদাকে এক ক্ষুদ্র উপহার প্রদান সত্যিই এমনই ভাবা যায় না আর এমনই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারার জন্য রাতারাতি হিরো পুলকার চালক।