রবীন্দ্র প্রয়ান দিবস পালন হুগলির শিয়াখালার

শেখ আবদুল আজিম : হুগলি জেলার শিয়াখালার ২৭বছরের পুরনো সংস্থা “সংস্কৃতি” এর ২২শে শ্রাবণ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মরণে বিশেষ অনুষ্ঠান। তাঁরা প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, সন্ধায় সাহিত্য ও সংঙ্গীত এর মাধ্যমে কবি গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। সেখানে সংগীতে ছিলেন অনুষ্কা মুখার্জি, চন্দ্রিমা কর্মকার, দেবদাস বন্দ্যোপাধ্যায়, সপ্তমী দত্ত, অদিতি মন্ডল, লতিকা পাল বৈশাখী মুখার্জি সোনালী মুখার্জি এবং সাহিত্য পাঠে ছিলেন মানস ঘোষ, সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জগজ্যোতি মন্ডল,এবং সমগ্র অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন সংস্থার প্রচার বিভাগের সম্পাদক দেবজ্যোতি অধিকারী,সংস্থার সভাপতি জগজ্যোতি মন্ডল বলেন,বিগত ২৭বছর ধরে বাংলার খাঁটি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার লক্ষে এবং গ্রাম বাংলার বহু প্রতিভাবান শিল্পী দের উৎসাহ দিতে শিয়াখালা সংস্কৃতি বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছে, প্রতিমাসে আমাদের অধিবেশন ও অনুষ্ঠিত হয়।