চাষির জমিতে হাল ধরলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার

আজিজুর রহমান : পশ্চিম বর্ধমান দূর্গাপুরে এক চাষির জমিতে হাল চালালেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। গোরুর লাঁঙলের বাঁটে হাত দিয়ে লাঙল চালালেন তিনি। তার কাজে সহযোগিতা করেন চাষিরা। জানতে পারা গেছে, মঙ্গলবার সকাল বেলায় তিনি দূর্গাপুরে তার বিধানসভার মলান দিঘীতে বিশ্ব আদিবাসী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথের মাঝে রুপগঞ্জ অঞ্চলে চাষিরা মাঠে চাষের কাজ করছিলেন। সেখানে হঠাৎই থেমে যায় মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। গাড়ি থেকে নেমে সটান চলে যান এক চাষির জমিতে। সেখানে চাষি অর্জুন গোপ ও নুপুর গোপ জমিতে গোরু দিয়ে লাঙল দিচ্ছিলেন। একটি গামছা পরে ও একটি মাথায় বেঁধে জমিতে লাঙল ধরলেন মন্ত্রী। একপাক লাঙলও চালান তিনি। প্রদীপ মজুমদার বলেন, আমি চাষি পরিবারের ছেলে। এখন চাষি ভাইরা লাঙল হাতে চাষের কাজে ব্যস্ত। তাদের ব্যস্ততা দেখে থাকতে পারলাম না। একটু সহযোগিতা করতে চাষিদের কাজে হাত লাগালাম। পঞ্চায়েত মন্ত্রীর এমন কাজের প্রশংসা করেন স্থানীয়রা। চাষি অর্জুন গোপ ও নুপুর গোপ বলেন, আমরা এভাবে কোন মন্ত্রীকে জমিতে গোরুর লাঙল নিয়ে চাষ করছেন দেখিনি। আমাদের মন্ত্রী আমাদের সাথে চাষ করতে নেমে পরেছেন এটা দেখে খুব ভালো লাগলো।আমরা খুব খুশি। স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস বলেন, আমি কোন রাজনৈতিক দল করিনা। খরবে দেখলাম এটা নিয়ে অন্য দলের নেতারা কটাক্ষ করছেন।এমটা করা ঠিক নয়। তিনি চাষির গোটা জমিটা চাষ না দিলেও চাষির পাশে দাঁড়িয়েছেন। এটাই তো আমাদের মত সাধারণ মানু‌ষের প্রাপ্তি। তিনি আরও বলেন, ঐ বয়সে সাহস করে তিনি লাঙলে হাত দিয়েছেন এটাই কজন করতে পারে। মন্ত্রীর এমন কাজের প্রশংসা করেন সুব্রত বাবু।