প্রতিবন্ধীদের মানসিক ও শারীরিক বিকাশের স্বার্থে অনুষ্ঠিত হতে চলেছে নেচার ক্যাম্প

নতুন গতি নিউজ ডেস্ক: প্রতিবন্ধীদের মানসিক ও শারীরিক বিকাশের স্বার্থে অনুষ্ঠিত হতে চলেছে নেচার ক্যাম্প। লকডাউনে এই উদ্যোগে ভাটা পরলেও এবার লকডাউনের ভয়াবহতা কাটিয়ে ন্যাফের উদ্যোগে ফের প্রকৃতির কোলে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া নেচার স্টাডি কাম এডভ্যাঞ্চার ক্যাম্প।

    প্রতিবন্ধী ও সাধারন শিশু কিশোরদের নিয়ে ১৮-২৩ ডিসেম্বর ও ২৫-৩০ ডিসেম্বর দুটি ভাগে ৩০ তম ও ৩৬ তম ক্যাম্প অনুষ্ঠিত হবে কালিম্পং জেলার সামসিং-এ।
    ৬ দিন ৫ রাত্রিরের এই ক্যাম্পে মোট ২০০ শিশু অংশগ্রহন করবে বলে জানান ন্যাফের কণর্ধার অনিমেষ বসু। তিনি জানান, প্রকৃতি পাঠ ও এডভ্যাঞ্চারের মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারন শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানো ও তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য।