|
---|
ডেঙ্গুয়াঝাড়: ডেঙ্গুয়াঝাড় চা বাগানের পাতার দাম ভালো মেলায় শ্রমিকদেরই কৃতিত্ব দিলেন বাগানের মালিকপক্ষ। মঙ্গলবার বাগানে দেখা গেল মালিক ও শ্রমিকদের মধ্যে একে অপরকে মিষ্টিমুখ করাতে। ডুয়ার্সের অন্যতম সেরা তকমা নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এদিন। বাগানের শ্রমিক ও সুপারভাইজারদের নিরলস কাজ আর তার জন্যই ডুয়ার্সের মধ্যে সুনাম অর্জন করেছে ডেঙ্গুয়াঝাড় চা বাগান বলে প্রশংসার সুর শোনা গেল বাগানের সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পান্ডের গলায়। শ্রমিকদের খাদা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এদিন। পাশাপাশি ম্যানেজার জীবন চন্দ্র পান্ডের গলায় মালা ও খাদা পড়িয়ে ভালোবাসা জানান চা শ্রমিকেরা।
এদিন শ্রমিক সীমা ওরাও বলেন, “ডুয়ার্সে আমরা এক নম্বরে রয়েছি। আমাদের পাতার ভালো দাম রয়েছে। তাই আজ আমরা বাগানে শ্রমিক ও ম্যানেজার সকলে মিলে মিষ্টিমুখ করলাম। বাগানের শ্রমিক ম্যানেজার সবাই আমরা এক।”
সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে বলেন, “পুরো ভারতবর্ষে আমাদের চায়ের নাম রয়েছে। এর পিছনে পুরোপুরি শ্রমিক, সুপারভাইজার সকলের কৃতিত্ব রয়েছে। আমাদের চা ভালো দাম দিয়ে বিক্রি হচ্ছে। আমরা ডুয়ার্সের মধ্যে এক নম্বরে রয়েছি এবং আগামী দিনেও থাকবে। আজ সকলে মিলে মিষ্টিমুখ করা হলI সংবর্ধনাও দেওয়া হয়।”এদিন শ্রমিকেরা জানান আমরা আগামী কয়েকবছরের মধ্যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চা বাগানে পরিনত হব।এবং আমরা দাবী করছি আগামী কয়েক বছর আমাদের বাগানের চায়ের প্রশংসা সারা ভারতের মানুষেরা করবে।আমাদের প্রতিশ্রুতি থাকল চা প্রেমী মানুষের কাছে।শ্রমিকেরা আরো জানান এর পিছনে প্রচুর অবদান আছে এই বাগানের ম্যানেজার জীবন চন্দ্র পান্ডের,তিনি যেভাবে এই বাগান পরিচালনা করেছেন তাতে ই এই বাগানের সুনাম বেড়েছে মানুষের কাছে।