সাগরদিঘির কাবিলপুরের রাস্তাঘাটের ভয়াবহ পরিস্থিতি

মহ: মুস্তফা শেখ :  মুর্শিদাবাদ জেলার বিশেষ করে সাগরদিঘী ব্লকের একটি বর্ধিষ্ণু অঞ্চল কাবিলপুর এর অবস্থা বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ ধারণ করেছে! আমাদের পশ্চিম বাংলার গ্রাম্য এলাকার রাস্তা-ঘাটের ভয়ঙ্কর পরিণতি! এখানে একটি বিশাল বড় সিনিয়র মাদ্রাসা, একটি বড় নিজামিয়া মাদ্রাসা, গার্লস হাই মাদ্রাসা, বড় একটি হাই স্কুল। প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয়। অনেক মসজিদ। অথচ বালিয়া থেকে টিকটিকি পাড়া যাওয়ার মধ্যবর্তী কাবিলপুর এর রাস্তার খুবই বেহাল-দশা! কাবিলপুর এর মেন রাস্তা ও গলি রাস্তার মধ্যে প্রায় ১০ টি স্থান বর্ষার শুরুতেই পুকুরের রূপ ধারণ করেছে! এমনকি এই রাস্তায় কয়েক কেজি মাছও মিলেছে! হাজার হাজার নিত্যযাত্রী ও কয়েকশো টোটোর চলাচল করতে চরম অসুবিধা হচ্ছে!কলকাতা সহ আরো কয়েকটি রুটের বাস ও চলাচল করতে দেখা যায় এই রাস্তায়। ইতিপূর্বে ডজন-খানেক মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন! বহুবার রাস্তাটি পরিদর্শন হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মিলছে না! উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি অতি শীঘ্রই রাস্তাটি উপযুক্ত সংস্কার করা হোক। রাস্তাটির সংস্কার না পেলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য পথ অবরোধ, গণ-বিক্ষোভ প্রভৃতি শুরু করবো!

    বিনিত, মহ মুস্তফা সেখ, কাবিলপর,সাগরদিঘী,মুর্শিদাবাদ