|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদাঃ শুক্রবার গভীর রাতে দুটি গরু সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম মুক্তার হোসেন (৩৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার দেওনাপুর চালাকপাড়ায়। ধৃতকে শনিবার বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে শোভাপুর বাংলাদেশ সীমান্তে দুটি গরু নিয়ে এক পাচারকারী গঙ্গার চরের দিকে যাচ্ছিল। বিএসএফ জওয়ানরা তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। জওয়ানরা দৌড়ে তাকে ধরে ফেলে। সঙ্গে থাকা গরু দুটিও উদ্ধার করে তারা।
এদিকে শুক্রবার রাতেই শোভাপুর সংলগ্ন গঙ্গা নদী থেকে বাংলাদেশে পাচারের আগে ১৭টি গরু উদ্ধার করে বিএসএফের ৭৮ ব্যাটেলিয়নের জওয়ানরা। স্পিড বোট নিয়ে গঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে এই গরুগুলি উদ্ধার করে বিএসএফ।