|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা ১৪ সেপ্টেম্বর : পুরাতন মালদার সাহাপুর এলাকার এক রেশন ডিলারের বাড়িথেকে একটি বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই এলাকার রেশন ডিলার সন্তোষ সাহা বাড়িতে সেপ্টি ট্যঙ্কে ঢুকে পড়েছিলো সাপ। সাপটি প্রায় পাচ ফুট লম্বা। আর তারই জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। এই সাপটিকে না মেরে এলাকার বাসিন্দারা মালদার শোভানগরের সর্প বিশারদ বঙ্কিম সর্নকার কে ডেকে পাঠান। বঙ্কিমবাবু ওই সাপটি কে উদ্ধার করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।
রেশন ডিলার সন্তোষ কুমার সাহা জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিশাল মাপের সাপ ঘোরাফেরা করছিল। বিভিন্ন বাড়িতে ঢুকে পড়েছিল। কিন্তু ভয়ে কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পরিবেশ রক্ষার স্বার্থে বঙ্কিম সর্নকারকে ডেকে পাঠানো হয়। এসে সাপ উদ্ধার করেছেন বঙ্কিম বাবু।
বঙ্কিম বাবু জানিয়েছেন, এলাকার মানুষ অনেক সচেতন । তাই সাপটিকে মারে নি। বিষয়টি জানার পর এই সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এ সাপ টি হলো গোখরো প্রজাতির। প্রায় ৫ ফিটের মতোন লম্বা।