|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাতের শহরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সংবাদকর্মী। এই ঘটনায় আহত আর এক সাংবাদিক আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি। সাংবাদিকতার দুনিয়ায় জনপ্রিয় মুখ ময়ূখরঞ্জন ঘোষ। শেষ খবর পাওয়া পর্যন্ত কোমায় চলে গিয়েছেন তিনি। মৃত সাংবাদিকের নাম সোহম মল্লিক।
সোহম এবং ময়ূখ দীর্ঘদিনের সহকর্মী এবং অভিন্ন হৃদয় বন্ধু। গতকাল গভীর রাতে দু’জনে যাদবপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহম মল্লিকের। গুরুতর আহত অবস্থায় ময়ূখকে উদ্ধার করেন কয়েকজন সুইগি কর্মী। তাঁরাই দু’জনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সোহম মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ময়ূখরঞ্জন ঘোষকে আইসিইউতে ভরতি করা হয়। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ময়ূখের অবস্থাও আশঙ্কাজনক। এই মুহূর্তে কোমায় রয়েছেন তিনি। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসএসকেএম থেকে তাঁকে মল্লিকবাজার নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে।