সুন্দরবনের স্টোরখালিতে ছাড়া হল কুমির

নতুন গতি, ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ সুন্দরবনের ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালির বিদ্যা নদীতে বেশ কয়েকটি মেল ফিমেল কুমির ছাড়ে বন দফতরের বনকর্মীরা।বন দফতর সূত্রে জানা গিয়েছে পাথর প্রতিমার ভাগবতপুর কুমির প্রকল্প থেকে ৫৫ টি কুমির আনা হয় ঝড়খালি রেসকিউ সেন্টারে।আর এই কুমির গুলির বয়স ৪ বছরের।কুমির লম্বা ১.২৬ মিটার, চওড়া ০.৩৭৭ মিটার,ওজন ১৪.২৬ কেজি।আর এই ৫৫ টি কুমিরের মধ্যে ৪০ টি মেল,১৫ টি ফিমেল।এদিন ঝড়খালি রেসকিউ সেন্টার থেকে ৩ টি মেল এবং ৩ টি ফিমেল কুমির বনকমীর্রা নৌকায় তোলে ঝড়খালি জেটিঘাট থেকে।সেখান থেকে কুমির গুলিকে জল পথে নিয়ে যাওয়া হয় ন্যাশানাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালি জঙ্গল এলাকায়।

    সেখানে বনকমীর্রা বিদ্যা নদীতে কুমির গুলি ছেড়ে দেয়।বন দফতর জানান প্রথম পর্যায়ে ৬ টি কুমির ছাড়া হয়। স্টোরখালি জঙ্গল এলাকায় ৫ টি এবং ১ টি সজনেখালি এলাকায় ছাড়া হল।এর মধ্যে ৩ টি মেল,৩ টি ফিমেল।মোট ৫৫ টি কুমির ছাড়া হবে।তবে কুমিরের বয়স ৪ বছর পূর্ণ হলে তবে নদীতে ছাড়া হয়।সাধারণ এই সমস্ত কুমির গুলি নোনা জলের কুমির।ফলে ৪ বছর পূর্ণ না হলে সেই কুমির কে ছাড়া হয় না।কেননা ৪ বছর পূর্ণ হওয়ার আগে কুমির ছাড়লে সেই কুমির বাঁচে না।প্রতি বছর এই সময়ই কোর এলাকায় ছাড়া হয় কুমির।