|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণচব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভার মনিরতট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পশ্চিমবঙ্গ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা, কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, অঞ্চল সভাপতি সাজাহান মোল্লা ও আনাম আলি খাঁন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। যেখানে কয়েকশো মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে রক্তের ঘাটতি মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মোল্লা আমাদের কে জানালেন এই মুহূর্তের মহৎ কর্মসূচি নিয়ে, মানুষের আবেগ -উপচে পড়া কয়েকশো মানুষ কাতারে কাতারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রক্ত দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ডিসটেন্স মেসেজ না করলেও মানুষের এই মুহূর্তে আবেগ উৎসবের আকার ধারণ করেছে।