গোদাপিয়াশাল হাইস্কুলে সৌন্দর্যায়ন ও বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, শালবনী, পশ্চিম মেদিনীপুর: শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয়ের গেট থেকে রাস্তার দুদিক সহ একাধিক স্থানে বৃক্ষরোপন ও সৌন্দর্যায়নের কর্মসূচির সূচনা হলো রবিবার।বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক মনিকাঞ্চন রায় ও বাংলা বিভাগের শিক্ষক শিবপ্রসাদ কুন্ডুর বিশেষ প্রয়াসে এদিন বিদ্যালয়ের বৃক্ষ রোপন কর্মসূচি সুসম্পন্ন হলো।উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ,শালবনি ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত কোনার,ও সি এল এর কর্নধার অভিষেক মাইতি, শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা তথা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যা নিবেদিতা ব্যানার্জি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার কুন্ডু,বিদ্যলয়ের সভাপতি তরুণ সাউ,জৈন বুকব্যাংকের জেলা আহ্বাহক তথা কুইজ কেন্দ্রের সদস্য শিক্ষারত্ন শিক্ষক গৌতম কুমার বোস, শিল্পী শিক্ষক নরসিংহ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    বিদ্যালয়ের সভাপতি তরুন সাউ বলেন, নতুন শিক্ষক হয়ে আসার দিন থেকে মনিকাঞ্চন বাবু বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের মানোন্নয়নে সর্বদা সচেষ্ট হয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বিদ্যালয়ের এরকম শিক্ষক থাকলে বিদ্যালয়ের পরিবেশসহ পরিকাঠামো দ্রুত উন্নত হবেই”। জয়েন্ট বিডিও দেবব্রত কোনার বলেন, “এরকম পরিবেশে বিদ্যালয় শ্রী বৃদ্ধি হোক এটাই কামনা করি এবং আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়নে সহিযোগিতা করবো”।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক স্বপন কুন্ডু বলেন,”গাছ গুলো বাঁচলেই এই উদ্যোগের সাফল্য আসবে।এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা।আশাকরি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ সকলে এই উদ্যোগে সামিল হবেন”। মুল উদ্যোক্তা মনিকাঞ্চন বাবু বলেন,”চেষ্টা করবো গাছাগুলো কে বাঁচিয়ে রাখতে। বিদ্যলয়ের সৌন্দর্য্য বৃদ্ধি করতে।” পাশাপাশি তিনি ধন্যবাদ জানান কর্নগড় গ্রামপঞ্চায়েত ও শালবনি বিডিও অফিসকে। ওনাদের সাহায্যেই কয়েকদিন ধরে গর্ত খুঁড়ে গাছ লাগানোর পরিবেশ তৈরি করা হয়।২০০০ কামিনী হেজ ও বিভিন্ন বাগান গাছ এদিন এই কর্মসূচিতে রোপন করা হয়। রবিবার শুরু হওয়া সার্বিক এই বনসৃজন ও সৌন্দর্যায়ন কর্মসূচি আগামী বৃহিস্পতিবার সমাপ্ত হবে বলে জানান শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু ও শিক্ষক মনিকাঞ্চন রায় ।