|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: বিজেপির ফ্লাগ ছেড়াকে কেন্দ্র করে উত্তাল রায়দিঘীর দীঘিরপাড় অঞ্চল। অভিযোগ এই যে একটি পাকাটি ভর্তি গাড়ির উপরের অংশ লেগে বিজেপির ফ্লাগ ও ফেস্টুন ছিড়ে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বিজেপির নেতারা জোরপূর্বক এসে গাড়িটির উপর হামলা চালায় বলে অভিযোগ।
ঘটনার অব্যবহিত পর স্থানীয় সিভিক অরুণ পুরকাইত উত্তেজনা সামাল দিতে স্থানীয় রায়দিঘী থানায় খবর দেয়। রায়দিঘী থানা থেকে পুলিশ যাওয়ার পূর্বেই দুষ্কৃতকারীরা সিভিক এর পরিবারের উপর রড, লাঠি সহযোগে উপর চড়াও হয়। ছেলেকে বাচাতে মা বাড়ি থেকে বের হয়ে আসলে তার উপরও তারা প্রহার করে বলে অভিযোগ। বর্তমানে তিনি রায়দিঘী গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন।
পরিস্থিতি সামাল দিতে রায়দিঘী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পুলিশসূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুষ্কৃতীকারীদের কাউকে গ্রেফতার করা যায়নি অনুসন্ধান চলছে।