|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: গত ৩০ শে মে মহম্মদ বাজার ব্লক এলাকার উত্তর পশ্চিম লাগোয়া বাংলা সীমান্ত পেরিয়ে ঝাড়খন্ডের রানীশ্বর ব্লকের সংস্থার অফিসে স্থানীয় মাধ্যমিক পাশ ৩০ জন মহিলাদের নিয়ে তিন মাসের ড্রেস ডিজাইনের বৃত্তি মূলক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। বিবরণে প্রকাশ দুমকা জেলা নাবার্ডের আর্থিক সহায়তায় এবং বীরভূমের মহম্মদ বাজার ব্লকের আঙ্গারগড়িয়া সৃজনী শিক্ষা নিকেতন নামক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এই উদ্যোগ। এদিনের মহতি সভায় উপস্থিত ছিলেন দুমকা জেলা নাবার্ডের অধিকর্তা তথা ডি,ডি,এম, নবীন চন্দ্র ঝা, ঝাড়খন্ড রাজ্য গ্রামীণ ব্যাংক ও লিড ব্যাঙ্কের ম্যানেজার,সৃজনীর সভাপতি উদয়ন সরকার প্রমুখ। মহিলারা যাহাতে হাতের কাজ শিখে স্বনির্ভর হতে পারে এবং অন্যদের ও পথ দেখাবে তার জন্য এই প্রয়াস। উৎপাদিত পণ্য বিক্রির জন্য জেলা সদর দুমকার মধ্যে একটি স্টল করার ও আশ্বাস দেন নবীন বাবু বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সৃজনীর প্রোগ্রাম কো অর্ডিনেটর কৃষ্ণেন্দু গড়াই। প্রশিক্ষণ নিতে আসা গৃহবধূ মহুয়া মাল পাহাড়িয়া, পিংকি ঘোষ,মিনা মন্ডল সহ উপস্থিত সকল প্রশিক্ষণার্থীরা এক বুক আশা নিয়ে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বলে সাক্ষাৎকারে জানান এই প্রমিলা বাহিনী।