|
---|
বিশেষ প্রতিবেদন,বারাসাত : সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে,তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন ,তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন,সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন।
এক জন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ (৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫) তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি(১৯৬২-৬৭) ছিলেন। তাঁর জন্মদিবস শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সর্বত্র।
উল্লেখ্য মঙ্গলবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মধ্যমগ্রাম পূর্ব চক্রের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয় বারাসাতের স্বদভাবনা মঞ্চে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা বিদায়ী বোর্ডের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহকারী সভাপতি মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য মমতা সরকার, সাবিনা খাতুন, মানস কুমার ঘোষ, মান্নান আলি, প্রধান স্মৃতিকনা, তৃষ্ণা পাত্র, উপপ্রধান নজিবুর রহমান সহ উক্ত চক্রের শিক্ষক নেতৃত্ব ও প্রতিনিধিরা।