|
---|
নূর আহমেদ : মেমারীতে পথ দূর্ঘটনায় আহত এক ব্যাক্তি। আহত ঐ ব্যাক্তির নাম সম্পদ ঘোষ, বাড়ি মেমারী থানার চোটখন্ড এলাকায়। পেশায় তিনি একজন ব্যাবসায়ী। শুক্রবার সন্ধ্যায় মেমারি পারিজাতনগরে একটি বেকারী তে যাওয়ার সময়, মেমারীর চকদিঘী মোড়ের কাছে, ডি ভি সি অফিসের সামনে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকটারে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মটর বাইক টি। ঘটনায় অল্প বিস্তর আহত সম্পদ ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারী থানার পুলিশ। স্থানীয় দের সহযোগিতায় আহত ব্যাক্তিকে উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী আহত ব্যাক্তির অবস্থা স্থিতিশীল। আটক করা হয়েছে ট্রাকটার ও তার চালকে।