সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতা অনুষ্ঠান হলো শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা: “স্বয়ংসিদ্ধা”, বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু অধিকার, শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ সম্পর্কিত একটি সচেতনতা এবং ইন্টারেক্টিভ সেশন, টিম মহিলা থানা আজ শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে এক শিক্ষামুলক কর্মশালা অনুষ্ঠিত হল। এখানে মুলত মহিলাদের কিভাবে আত্মরক্ষা করতে হবে যেকোন বিপদ এবং বিপর্যয় থেকে তা শেখানো হয়।

    যেসব মহিলারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন তাদেরকেই মুলত শেখানোর উপরে জোর দেওয়া হয়। প্রায় তিনশো জন মহিলাকে এই কর্মশালাতে যুক্ত করা হয়।তাদেরকে সব ধরনের সাহায্য করা হবে বলে জানা গেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। যা তাদেরকে আগামীতে অনেক সাহায্য করবে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের এক কর্তা।