|
---|
ময়নাগুড়ি: বিডিও অফিস থেকে ডাবল সরকারি সুবিধা নিয়ে সমস্যায় পড়েছেন বিশেষভাবে সক্ষম নেপালি রায় । তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদেহর গ্রামে । ডাবল সরকারি সুবিধা নেওয়ার দরুন তার দুটি সরকারি সুবিধা প্রায় চার বছর ধরে শর্তসাপেক্ষে বন্ধ হয়ে গেছে । যার ফলে দু’মুঠো অন্ন জোগাড় করতে তিনি এখন চা বিক্রি করছেন । এই পরিস্থিতিতে একটি সরকারি সুবিধা পুনরায় চালু করা হলে উপকৃত হবেন বলে তিনি জানান ।
বিডিও অফিস সূত্রে জানা যায় , নেপালিদেবী আইজিএনডিপিএস নামে একটি সরকারি সুবিধা পেতেন । যাতে তিনি প্রতি মাসে ব্যাংক একাউন্টে ৬০০ টাকা করে পেতেন । পরে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন নামে আরও একটি সরকারি সুবিধা লাভের জন্য তিনি বিডিও অফিসে আবেদন করেন এবং পূর্ববর্তী সরকারী সুবিধার কথা গোপন রাখেন । আবেদন গ্রহণ হওয়ায় সোশ্যাল ওয়েলফেয়ার পেনশনটিও তিনি পাওয়া শুরু করেন । এই পেনশনের আওতায় তিনি প্রতিমাসে ৭৫০ টাকা করে পেতেন । এইভাবে তিনি বিডিও অফিস থেকে একসাথে দুটি সরকারি সুবিধা প্রায় ৫ বছর ধরে ভোগ করেন । পরে বিষয়টি অফিস কর্তৃপক্ষের নজরে আসার পর তারা নেপালি দেবীকে নোটিশ করেন । নোটিশে তিনি যে অতিরিক্ত সরকারি সুবিধা নিয়েছেন তা ১৫ দিনের মধ্যে ফেরতের নির্দেশ দেওয়া হয় । অন্যথায় তার প্রাপ্য সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে সেটাও নোটিশে জানানো হয় । কিন্তু ফেরত টাকার পরিমাণ খুব বেশি হওয়ায় তিনি তা এখনও ফেরত করতে পারেননি । যার ফলে সরকারি সুবিধা থেকে প্রায় ৪ বছর ধরে বঞ্চিত রয়েছেন বিশেষভাবে সক্ষম নেপালিদেবী । তিনি বলেন , ‘ দুটি স্কিমে প্রতি মাসে মাসে ১৩৫০ টাকা করে পেতাম । সেই টাকা তো আর নেই । ব্যাংক একাউন্ট থেকে মাসে মাসে সেই টাকা তুলে খরচ করে ফেলেছি । এখন বিডিও অফিসে ২৭ হাজার টাকা ফেরত দিতে বলেছেন । আমি প্রতিবন্ধী মানুষ । এত টাকা ফেরত দেওয়ার সাধ্য আমার নেই ।’ এই বিষয়ে ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন ।