গলসিতে মাঠে কর্মরত ক্ষেতমজুরদের মারধরের অভিযোগ

আজিজুর রহমান,গলসি : মাঠে কর্মরত ক্ষেতমজুরদের মারধরের অভিযোগ দুই চাষির বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানতে পারা গেছে, আট জন মহিলা ও দুই জন পুরুষ ক্ষেত্র মজুরের একটি দল গলসি থানার পারাজে মাঠে বীজ রোপনের কাজে এসেছিলেন। সকাল থেকে তারা পারাজ গ্রামের সেখ হবিবর রহমানের হলদে গড়ে মাঠে বীজ টান ছিলেন। ক্ষেতমজুররা সকলেই পাশের গ্রাম ঝারুল বাসিন্দা। এদিন দশটা নাগাদ তাদের ছয় সাত গোন্ডা করে বীজ টানা হয়েছিল। সেই বীজের আঁটি ছোট হওয়ায়  মাঠের অন্য দুই চাষি তাদের বীজের আটি বড় করতে বলে। সেই নিয়েই ঘটনার সুত্রপাত। এরপরই বচশা শুরু হয়। ওই আচমকা দুটি বাঁশের কঞ্চি দিয়ে ক্ষেতমজুরদের মারধর করার অভিযোগ। মারের চোটে টগর বাগদি ও আর একজন মহিলার ক্ষেতমজুরের হাত ফেটে যায়। তারপর প্রতিবেশিরা তাদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসেন। সেখানেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ক্ষেতমজুর অষ্টমী বাগদি, সীমা বাগদি জানান, দু এক জনের বীজের আঁটি ছোট হওয়ায় তাদের গালিগালাজ করেন মাঠের এক চাষি আবেদ মন্ডল। তবে তারা আবেদ মন্ডলের কাজে আসেননি।  তারা প্রতিবাদ করলে বচসা শুরু হয়। সহ্য করতে না পেরে তারও গালিগালাজ করে। তারা বলেন, আবেদ মন্ডল আর এক চাষি নাসের মন্ডলকে ডাকেন। এরপরই বাঁশের দুটি মোটা কঞ্চি দিয়ে তাদের সবাইকে মারধর করেন ওই দুই চাষি। মাঠের আসা এক চাষি বলেন, দুইপক্ষই গালিগালাজ করছিলেন। তারপরই ওই ঘটনা ঘটেছে। তবে মারধরের ঘটনার তিনি নিন্দা জানান। তার দাবী, বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ায় ভালো। কারন চাষিদের লেবার নিয়েই কাজ করতে হবে। এদিকে ঘটনার জেরে আবেদ মন্ডলকে কে আটক করেছে পুলিশ।