বরের বাড়ি থেকে ফেরার পথে কনে পক্ষের অটো উল্টে আহত আট।

নতুন গতি নিউজ ডেস্ক : চাঁচল থানার কলিগ্রামে বরের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কনে পক্ষের অটো উল্টে ৮জন আহত হয়েছে। বুধবার ১০.৩০ টার সময় ৮১নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ।

    জানা যায়, মঙ্গলবার কলিগ্রামের হেমেন্দ্র রায় চৌধুরীর ছেলে মিঠুন রায় চৌধুরীর সাথে ছত্রক গ্রামের রাজকুমার শর্মার মেয়ে টুম্পা শর্মার বিবাহ হয় ।বরের বাড়ি কলিগ্রাম বৌভাত অনুষ্ঠান চললে কনে পক্ষের লোকজন অটো ভাড়া করে আসে। দাওয়াত খেয়ে রাত ১০ টার দিকে কনে পক্ষের লোকজন ছত্রক গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ৮১ নং জাতীয় সড়কে অলিভ গার্ডেন নার্সারি স্কুলের কাছে আসলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার ধারে পড়ে যায়।

    এতে গাড়ির সামনের অংশ ভেঙ্গে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কনে টুম্পা শর্মার মা শিবানী শর্মাসহ আহত হয় ৮ জন। ৮১ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কর্মীরা দুর্ঘটনায় কবলিত অটো থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁচল সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে নিয়ে আসে।

    হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলো : শিবানী শর্মা হাসান আলি, বিমল দাস, সেখ বারেক, আসমাউল হক,ইনতাজ আলম ও গান্ধী।
    শিবানী শর্মার মাথা ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা আশঙ্কাজনক অবস্থা দেখে মালদা সদর হাসপাতালে স্থানান্তর করে দেন। ভালো চিকিৎসা পরিসেবা পাওয়ার জন্য পরিবার ও আত্মীয় স্বজনেরা এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন ।এখন সে সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে রয়েছে।

    কনে পক্ষের যাত্রী সিপিআইএম নেতা তথা আসমাউল হক জানান, অটো চালক সেখ মসিউর গাড়িটি দ্রুত চালালে তা’ নিয়ন্ত্রণ হারিয়ে ৮১ নং জাতীয় সড়কের ধারে পড়ে যায়। গাড়িটিতে ৮ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যায়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। এদিকে বিয়ের আনন্দের মাঝে এই দুর্ঘটনাটি যেনো হরিষে বিষাদ।