মক্তবের কোরআন পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতা

নতুন গতি, আজিজুর রহমান: গলসির তিলডাঁঙা গ্রামে কেরাত পাঠ সহ বিভিন্ন  প্রতিযোগিতা আয়োজন করলেন মাওলানা শেখ রহমতুল্লাহ ও গ্রামের মানুষজন। যেখানে আরবি ও উর্দু গজল, তকরীর, মোকালামা ও ইসলামিক কুইজ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার ১৮ টি মক্তবের সাড়ে তিনশো পড়ুয়া ওই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকালে প্রবিত্র আল কোরআন পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে বিশ্বশান্তি ও মানব কল্যাণে দোওয়া করে হয়। উপস্থিতি ছিলেন, সেহারা বাজার মাদ্রাসার শিক্ষক হাজি আসরফ আলি, পুরাতনগ্রাম মসজিদের ইমাম আব্দুল হাকিম সাহেব, বড়মুড়িয়ার মসজিদের ইমাম, মৌলানা মহসিন সেখ, বুইচা মসজিদের ইমাম মাওলানা ইমামুন মুবিন, শুকডাল মোল্লাপাড়া মসজিদের ইমাম সেখ শরিফুল ইসলাম, এড়াল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক মল্লিক সহ স্থানীয় ইমামরা। এছাড়াও বুদবুদ থানার আধিকারিক বাহারুল মল্লিক ও সাংবাদিক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে পাঁচটি প্রতিযোগিতায় তিনটে করে গ্রুপ করে মোট পনেরোটি গ্রুপ করা হয়। যেখানে মোট ৫৫ জনকে পুরস্কৃত করা হয়। গ্রামও এলাকাবাসীদের এমন অনুষ্ঠানে উৎসাহিত করার জন্য মক্তব শিক্ষক মাওলানা শেখ রহমতুল্লাহ কে ডিডিএন বাংলা নামক একটি নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তাছাড়াও মাদ্রাসায় রক্তদান করে এলাকায় সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য এড়াল মাদ্রাসায় শিক্ষক মাওলানা ফারুক মল্লিককে পুরস্কৃত করা হয়।