|
---|
সজীবুল ইসলাম,নতুন গতি,বহরমপুরে: ৩৪ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু এক বাইক চালকের। মৃত্যু ব্যাক্তির নাম বিবেকানন্দ হালদার, বাড়ি জলঙ্গীর খয়রামারি এলাকায়।
বাইক ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি ধাক্কা। আজ সকাল দশটা নাগাদ বহরমপুরের চুয়াপুর তেতুলতলা ৩৪ নং জাতীয় সড়কে বাইক ও গ্যাস ট্রাঙ্কারের ধাক্কা মৃত্যু হয় বাইক চালকের। কিচ্ছুক্ষণের মধ্যেই বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।