|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতি চললেও গতকাল সোমবার কলকাতার রাজভবনের সামনে যুব কংগ্রেসের প্রার্থীরা আন্দোলনে সামিল হয়। এদিনের এই আন্দোলন চালায় দক্ষিণ কলকাতা যুব কংগ্রেসের প্রার্থীরা এবং ছাত্র নেতা সৌরভ রায়ের পূর্ন সহযোগীতায়।
বেলা ১২টা থেকে রাজভবন অভিযান হয়। তাদের দাবি, রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাসাঁনো হচ্ছে। তার প্রতিবাদে এবং তাদের ওপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে সঠিক বিচার চেয়ে এই আন্দোলনে বহু কংগ্রেসের কর্মীরা জমায়েত হন। তার পাশাপাশি তৃনমূল এবং বিজেপির দ্বৈরথে রাজ্যের আইন শৃঙ্খলা চুড়ান্ত অবনতি বলেও অভিযোগ করেন তারা। দেশের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে তারা মনে করেন। তার প্রতিবাদে এই আন্দোলনে অগণিত মানুষ এদিন জমায়েত হন। তবে এই রাজভবন অভিযান করতে গেলে কংগ্রেসের কর্মীদের পুলিশ গ্রেফতার করেন।