ভোট পরবর্তী সন্ত্রাস: দ্বিতীয় চার্জশিট পেশ সিবিআইয়ের

নতুন গতি নিউজ ডেস্ক: ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট পেশ। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর ৮দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় চার্জশিট। ব্যারাকপুর আদালতে ৪জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট। ৬ জুন ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছিল।

    ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় ব্যারাকপুর আদালতে ৪জনের বিরুদ্ধে গঠিত হল চার্জশিট। গত ৬ জুন, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজিতে নিহত হন বিজেপির কর্মী জয়প্রকাশ যাদব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে মৃতের পরিবার। তদন্তে নেমে ৩ দিন ধরে মৃতের পরিবারের বয়ান রেকর্ড করে সিবিআই। ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

    হাইকোর্টের নির্দেশে, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত শুরুর ৮ দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে টুকুন চক্রবর্তী ওরফে টুনটুন, অনিমেষ পাল,  লালন ও চন্দন সিংহ নামে ৪ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সিবিআই সূত্রে দাবি, তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

    মঙ্গলবার, বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী হত্যা মামলায় চার্জশিট দিয়েছিল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে সিবিআই।  জগদ্দলে, বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবারই গ্রেফতার হয় এক তৃণমূল কর্মী। এর আগে, নদিয়ার চাপড়ায়, বিজেপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হন ৪ জন।