পুরভোটের টিকিট পাওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব; সমাপ্ত হলো দাম্পত্য জীবন

দমদম: পুরভোটের টিকিট পাওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব। শেষ পর্যন্ত দীর্ঘ 31 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল। রাজনৈতিক পথও আলাদা হয়ে গেল।

    এবারে দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে কেন মন তাকে চায় প্রার্থী প্রথমে মনোনীত হয়েছিলেন রীতা রায় চৌধুরী। 10 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুরজিৎ রায় চৌধুরী। পরে অবশ্য দল সিদ্ধান্ত নেয়া 9 নম্বর ওয়ার্ড থেকে টুম্পা দাস দাঁড়াবে । এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তাদের 31 বছরের দাম্পত্য জীবনের ইতি হতে চলেছে।

    পারিবারিক অশান্তির কারণে সুমিতা রায় চৌধুরী বর্তমানে বাপের বাড়িতে চলে গিয়েছেন। এরপর সুরজিৎ রায় চৌধুরী উকিল মারফত নিজের স্ত্রীকে বিবাহ-বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছেন। সুরজিৎ বাবুকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সবকিছুর ঊর্ধ্বে দল। ওইদিকে রীতা রায়চৌধুরী নির্দল প্রার্থী হিসেবে দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    পুরভোটের টিকিট পাওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব। শেষ পর্যন্ত দীর্ঘ 31 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল। রাজনৈতিক পথও আলাদা হয়ে গেল।

    এবারে দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে কেন মন তাকে চায় প্রার্থী প্রথমে মনোনীত হয়েছিলেন রীতা রায় চৌধুরী। 10 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুরজিৎ রায় চৌধুরী। পরে অবশ্য দল সিদ্ধান্ত নেয়া 9 নম্বর ওয়ার্ড থেকে টুম্পা দাস দাঁড়াবে । এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তাদের 31 বছরের দাম্পত্য জীবনের ইতি হতে চলেছে।

    পারিবারিক অশান্তির কারণে সুমিতা রায় চৌধুরী বর্তমানে বাপের বাড়িতে চলে গিয়েছেন। এরপর সুরজিৎ রায় চৌধুরী উকিল মারফত নিজের স্ত্রীকে বিবাহ-বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছেন। সুরজিৎ বাবুকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সবকিছুর ঊর্ধ্বে দল। ওইদিকে রীতা রায়চৌধুরী নির্দল প্রার্থী হিসেবে দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।