দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক করে অসুস্থ বহু শ্রমিক

দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঘটল ভয়ানক দুর্ঘটনা। গ্যাস লিক করে অনেক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আহত শ্রমিকদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন শ্রমিক এর শারীরিক অবস্থা অত্যন্ত আশ্চর্যজনক। অক্সিজেন কনভার্টার মেরামতি করবার সময় এই দুর্ঘটনা ঘটে।

    দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর শ্রমিক সংগঠনের এক তৃণমূল নেতা জানান এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি গোটা ঘটনা তদন্ত করবে । যদি ম্যানেজমেন্ট এর গফিলিতি ধরা পড়ে। সেই ক্ষেত্রে শাস্তির জন্য আবেদন করা হবে।

    দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর শ্রমিক রামকুমার মাহাত এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন , এদিন সকাল 11 টা নাগাদ হঠাৎ করে কাজ করতে করতে বেশ কয়েকজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়ে। একটা চরা গ্যাসের গন্ধ অনুভব হচ্ছিল সঙ্গে সঙ্গে তিনি কারখানার বাইরে বেরিয়ে আসেন। তিনি আরো জানিয়েছেন কারখানার ভিতরে শ্রমিকদের জন্য যথেষ্ট সুরক্ষা রয়েছে কি কারনে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে বোঝা যাচ্ছে না।