|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়লো ডোমজুড়ের বেগড়ীর ২১ বছরের চিকিৎসা বিজ্ঞানের ছাত্র সায়ন পান। রুশ ফৌজের হানায় বিধস্ত ইউক্রেন, ইউরোপের স্বাধীন চেতা দেশের আকাশে বাতাশে আজ বারুদের গন্ধ সর্বত কালো মেঘ গ্রাস করছে ইউরোপ বাসির ভবিষ্যত আর সেই দেশেই বুকে এক আকাশ স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে গিয়েছিল বেগড়ীর সায়ন৷ অপেক্ষায় তার পরিবার টেলিভিশনের পর্দায় সর্বক্ষন চোখ রেখে
প্রহর গুনছেন একমাত্র ছেলের অপেক্ষায়।