মিনি ভারতবর্ষ “খড়গপুরে” সব ওয়ার্ডেই জেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল

নিজস্ব প্রতিবেদক, খড়গপুর: মিনি ভারতবর্ষ “খড়গপুরে” এবার পুর নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। শেষ হাসি হাসবে কে তার জন্য অপেক্ষায় খড়গপুরবাসী। আজ ছিলো শেষ নির্বাচনী প্রচার। একসময় রেল শহর খড়গপুর ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু কালের অমোঘ নিয়মে তা এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। নানা ভাষাভাষী ও মিশ্র সংস্কৃতির শহর খড়্গপুরের পুর নির্বাচনে ৩৫টা ওয়ার্ডের সবেতেই একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছেন জেলা নেতৃত্ব।
অবাঙালি অধ্যুষিত ১৩নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন কাউন্সিলর ভেঙ্কট রামনা। স্বচ্ছ ইমেজের এই প্রার্থীর এলাকায় গ্রহণযোগ্যতা অন্যান্য প্রার্থীদের থেকে অনেক বেশী। এই ওয়ার্ডের পর্যবেক্ষক পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তথা বেলদা চক্রের বিরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ দে জানিয়েছেন, আসন্ন পৌর সভা নির্বাচনে শিক্ষক সমিতির সদস্যরা মাঠে নেমে প্রচার করছে । মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন শিক্ষকরা। এই ওয়ার্ডে জেতার ব্যাপারে আশাবাদী অনিমেষ দে । তিনি বলেন, আধুনিক ডিজিটাল যুগে আমরা বাড়ী বাড়ি , পাড়া বৈঠক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছি। ভালো সাড়া পেয়েছি এলাকাবাসীর কাছে। শিক্ষক নেতা অনিমেষ পুর নির্বাচন ঘোষণার পর থেকেই মাটি কামড়ে এলাকায় পড়ে থেকেছেন। বিরোধী দলের প্রার্থীরা প্রচার থেকে শুরু করে কোনো দিকেই তৃণমূল প্রার্থীর সমতুল্য নয় বলে জানিয়েছেন শিক্ষক নেতা অনিমেষ।