হারিয়ে যাওয়া বৃদ্ধকে বাড়ির হাতে তুলে দিলো এলাকাবাসী

নতুন গতি, ওয়েব ডেস্ক : আবারো হারিয়ে যাওয়া বৃদ্ধকে বাড়ির লোকের হাতে তুলে দিয়ে প্রশংসিত হলো মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা ও কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কেশপুরের মুগবসানের বাজুয়ারার চকে। শনিবার সন্ধ্যায় খড়গপুরের মাদপুরের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে বাজুয়ারার চকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এগিয়ে আসেন কলেজ পড়ুয়া সেখ আসাদুল্লা, স্থানীয় বাসিন্দা সেখ লখু, ভীম বাবু সহ অন্যান্যরা। তিনি যোগাযোগ করেন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাবলু আকতার ও সেখ মহম্মদ ইমরানের সঙ্গে। তারা ওই বৃদ্ধর কাছে পাওয়া হ্যান্ডিকাপ সার্টিফিকেট দেখে জানতে পারেন তার বাড়ি খড়গপুরের মাদপুরের বলরামপুরে।

     

    তখন সোসাইটির সদস্যরা যোগাযোগ করেন উচাহারের বাসিন্দা সেখ জিয়াবুলের সঙ্গে কারণ জিয়াবুল বাবুর শশুরবাড়ি মাদপুরে।

     

    জিয়াবুল বাবু যোগাযোগ করেন ওই বৃদ্ধর বাড়ির সঙ্গে। ভিডিও কলিং এর মাধ্যমে পরিবারের লোককে ওই বৃদ্ধকে দেখানো হয়।পরিবারের লোকেরা খবর পেয়ে মারুতি করে রাত্রিতেই আনতে আসেন ওই বৃদ্ধকে। এদিকে ওই বৃদ্ধকে খাওয়া দাওয়া করানো থেকে যাবতীয় বন্দোবস্ত করেন কলেজ পড়ুয়া সেখ আসাদুল্লা। রাতে বৃদ্ধর বাড়ির লোকেরা আনতে এলে তাঁদের হাতে তুলে দেন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাবলু আকতার ও বাজুয়ারা গ্রামের বাসিন্দা সেখ মোহর আলী।

     

    বৃদ্ধর পরিবারের লোকেরা বলেন, শেখ হাফিজুল উনি মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, সন্ধ্যা হলে আবার চলে আসেন। এদিন না আসায় আমরা খুবই চিন্তিত ছিলাম। উল্লেখ্য, এর আগেও টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উত্তরপ্রদেশ, বিহার, পুরুলিয়ার মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।