রসগোল্লা ও কোল্ডড্রিঙ্কস  খাওয়ানোর পর ঘূর্ণির পড়ুয়াকে শ্বাসরোধ করে খুন! ধৃত তিন

নিজস্ব সংবাদদাতা : রসগোল্লা ও কোল্ডড্রিঙ্কস  খাওয়ানোর পর ঘূর্ণির পড়ুয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ধৃত তিন অভিযুক্তকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ।

    কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার ১৪ বছরের বিজয় রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিন অভিযুক্ত ওই ছাত্রকে পাট খেতে নিয়ে যায়। তাকে বেধড়ক মারধর করে। তারপর বিজয়ের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন (Nadia Student Murder Case) করে পাশের পুকুরে ফেলে দেয়।

    যদিও খুনের আগে তারা বিজয়কে তার শেষ ইচ্ছের কথা জিজ্ঞেস করেছিল। সেখানে নাকি বিজয় তাদের কাছে রসোগোল্লা ও কোল্ডড্রিঙ্কস খেতে চেয়েছিল। সেই খাবার খাওয়ানোর পরেই বিজয়কে ওই তিনজন খুন করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গেমিং ল্যাপটপ কেনার জন্য ওই তিনজন বিজয়কে অপহরণ করেছিল। তাই শনিবার ফোন করে বিজয়ের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চায়।শনিবার হিজুলির এলাকার পাট খেত থেকে বিজয় নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের মায়ের অভিযোগ ছিল, শুক্রবার ছেলের স্কুলের তিন বন্ধু তাকে ডেকে নিয়ে গেছিল। তারপর থেকে ছেলেকে পাওয়া যাচ্ছিল না। স্কুলের প্রজেক্টের জন্য ওই তিন বন্ধুর সঙ্গে বিজয়ের ঝগড়া হয়। সেই সময় ওই তিন স্কুলপড়ুয়া ছেলেকে দেখে নেবে বলে হুমকিও দিয়েছিল। ভয়ে পেয়ে এই কথা বাড়িতে জানিয়েছিল বিজয়। ওই স্কুল ছাত্রের দেহ উদ্ধারের পর পুলিশ তার তিন অভিযুক্তকে গ্রেফতার করে।