|
---|
মুর্শিদাবাদের ডোমকল ১০ নম্বর ঘোড়ামারা অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান আরফাতন বিবির উদ্যোগে ১৫০ কুইন্টাল চাল, আলু, ডাল, তেল পেঁয়াজ, লঙ্কা, সোইয়াবিন, পটল খাদ্য সামগ্রী সহ সমস্ত সব্জি সামগ্রী
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ: ডোমকল ১০ নম্বর ঘোড়ামারা অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান আরফাতন বিবির উদ্যোগে ১৫০ কুইন্টাল চাল, আলু, ডাল, তেল পেঁয়াজ, লঙ্কা, সোইয়াবিন, পটল খাদ্য সামগ্রী সহ সমস্ত সব্জি সামগ্রী বিতরণ হল এদিন বিতরণের সাথে সাথে গ্রাম পঞ্চায়েত প্রধান আরফাতন বিবি পঞ্চায়েত সমস্ত সদস্য সদস্যাদের গ্রামে গ্রামে বিতরণ করার জন্য খাদ্য সামগ্রী দেন।
আজকের এই বিতরণ অভিনব উদ্যোগ নিয়ে নজির গড়লেন গ্রাম পঞ্চায়েত প্রধান আরফাতন বিবি।
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু তাহের খান উপস্থিতিতে আজ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম, ডোমকল ভাইস চেয়ারম্যান শ্রী প্রদীপ কুমার চাকি, বিশিষ্ট সমাজসেবী বাবলু সেখ সহ আরও অনেকে।
আজকের এই অভিনব উদ্যোগেকে সাধুবাদ দিয়েছেন গ্রাম অঞ্চলের মানুষজন।