কবিতা কুটির সাহিত্য পত্রিকার সাহিত্য আড্ডা বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : কবিতা কুটির সাহিত্য পত্রিকার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো বর্ধমানে। বর্ধমানের কবি মৃত্যুঞ্জয় সরকারের বাসভবন আভোগ এ এই সাহিত্য আড্ডা টি অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক অতনু নন্দী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বর্ধমান ড্রামা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বর্ষীয়ান ললিত কনার। অতনু নন্দী বলেন, মফস্বল থেকে উঠে এসে জেলা শহর তো বটে তিলোত্তমা কলকাতাতেও বর্ণাঢ্য অনুষ্ঠান করে কবিতা কুটির সাহিত্য পত্রিকা সুনাম অর্জন করেছে। বর্তমানে কবিতা কুটির সাহিত্য পত্রিকা সদস্য সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। অনুষ্ঠানে কবিতা পাঠ, শ্রুতি নাটক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রমাপতি হাজরা, বাচিক শিল্পী শতরূপা দাস চৌধুরী, ইন্দ্রানী কুন্ডু, সুনন্দা মালাকার, সাহিত্যিক ধনঞ্জয় হাজরা, হাপিজ মোল্লা সহ কবিতা কুটির সাহিত্য পত্রিকার পরিচালক কিংকর বেজ প্রমুখ।