|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : গোপন সুত্রে খবর পেয়ে বোমা তৈরী করার বারুদ সহ তিনজনকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। সোমবার সুতি থানার ধলারামচন্দ্রপুরের একটি ইট ভাটা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিযেছে, ধৃতদের নাম সাবির মহলদার, সাইদুল মহলদার এবং আসাদুল মহলদার। তিনজনেরই বাড়ি সুতি থানা এলাকায়। ধৃতদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১০ কিলো বোমা তৈরী করার মশলা। এদিকে এদিনই ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়। বোমা তৈরীর মশলা কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা তার তদন্ত করে দেখছে পুলিশ।