উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বাইক রাইড

মেদিনীপুর: মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ ও আগামীকাল দুই দিন ব্যাপী বাইক রাইড অনুষ্ঠিত হচ্ছে। আজ ও কাল এই দুদিন ধরে তাজপুর সমুদ্র সৈকতে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে এবিষয়ে মতামত বিনিময় করবেন মাসা’র রাইডারগণ।

    আজ সকালে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে তাজপুর সমুদ্র সৈকতে উপস্হিত হয়ে তাঁরা দীর্ঘক্ষণ এ বিষয়ে প্রচার চালান।স্থানীয় মৎস্যজীবী ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের বোঝান যে সৈকতে গাড়ি চলাচল কিভাবে ওখানে বসবাসকারি জীবদের, বিশেষ করে লাল কাঁকড়ার জীবন বিপন্ন করছে। এভাবে সৈকতের উপর অত্যাচার চলতে থাকলে অচিরেই লাল কাঁকড়ার মতো প্রাণি এখানে আর কোনোদিনই দেখা যাবে না।ফলে এই অঞ্চল অনেক বৈচিত্র্যহীন হয়ে পড়বে। পর্যটকদের মধ্যে অদূর ভবিষ্যতে এ স্থানের প্রতি অনীহা দেখা দেবে। আর তার প্রভাব গিয়ে পড়বে এখানকার আর্থসামাজিক পরিকাঠামোয়।তাই এখানকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় অধিবাসীগণকেই অগ্রনী ভূমিকা নিতে হবে। আর সরকার যাতে এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন করেন সে বিষয়েও পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

    মাসা’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই রাইডে অংশগ্রহণ করেন বলে জানান সংস্থার সম্পাদক গৌতম কুমার ভকত। তিনি নিজেও এই রাইডে অংশগ্রহণ করেন।লাল কাঁকড়া রক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করেন সংস্থার কোষাধ্যক্ষ অভিজিৎ কুমার দে। পরিবেশে স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর অপরিসীম গুরুত্ব সম্পর্কে অবহিত করেন হেদায়েতুর রহমান খান। আকাশ গাঙ্গুলী ও মনোজ গোস্বামীর নেতৃত্বে এবং সৌমেন্দ্র বেরার ব্যবস্থাপনায় এই অভিযানে সুভাশিষ গাঙ্গুলী, কৃষ্ণদাস জানা সহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।