|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, M.B.c. Institute of polytechnic college আগামী ২৩ মে ৩৮ বর্ধমান পূর্ব (তপঃজাতি) লোকসভা কেন্দ্রের ভোট গণনা হতে চলেছে।সেই ভোট গণনাকে সামনে রেখে ব্যালট বাক্স(EVM) প্রহরায় ক্যাম্প আফিস। সোমবার ক্যাম্প আফিস পরিদর্শন করতে এলেন রাজ্য মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক সহ প্রমুখ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছিল।