ডি.আর.সি.এস.সি এর উদ্যোগে বিদ্যালয় চত্বরে ফলছে হরেকরকম শাকসবজি৷

তথ্য /ক্যামেরা :মামুল হাসান গাজী৷ বিশিষ্ট সমাজকর্মী ৷  ডি.আর.সি.এস.সি এর উদ্যোগে বিদ্যালয় চত্বরে ফলছে হরেকরকম শাকসবজি৷ সেই বাগান থেকে শুধু মিড-ডে-মিলে সব্জির জোগান দিচ্ছে না,তার থেকে হাতে কলমে পড়ুয়ার শিখছে বিজ্ঞান -ভাষা -অংক -পরিবেশ নানান কিছু ৷বিদ্যালয়ে জৈব উপায়ে বাগান নতুন নয়,তবে সেই বাগান থেকে কি ভাবে নানরকম জিনিস শেখা যায় তার পথ দেখাচ্ছে এই সংস্থা৷
উত্তর ২৪পরগনার হিঙ্গলগজ্ঞ ব্লকে৷এই ব্লকের ৮টি বিদ্যালয়ে (কনক নগর হাইস্কুল,১৩নংসনডারবিল,সরুবকাঠি,বাকড় এম.এস.কে, মামুদপুর জুনিয়র হাই,রানীবালা গার্লস,পুটিয়াচকএবংদুলদুলি হাইস্কুল)গড়েউঠেছেপুষ্টিবাগান ৷সুইসেইড,ইণ্ডিয়ার আর্থিক সহযোগিতায় এই কাজ করছে ডি.আর.সি.এস.সি৷
বিদ্যালয়ের জমি অনুযায়ী ও বাচ্চাদের অনুপাত মাথায় রেখে ৪-৫ ডেসিবেল জায়গার এই বাগান,প্রতিটি বাগানেই ৫/৭ধরনের শাকসবজি ,এছাড়াও মশলাপাতি,ফল ও ঔষধি গাছের সমারহ,গড়ে তোলা হয়েছে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা,বিদ্যালয়ের আবর্জনাকে কাজে লাগিয়ে তৈরী হচ্ছে জৈবসার৷বানানো হচ্ছে তরল সার,এজোলাও৷
জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে গুরুত্ব দেওয়া হয়েছে বস্তায় চাষ,মাচা ব্যবস্থা ,বোতল বা কনটেনার বাগানের৷চিরাচিরিত বেডের পাশাপাশি আছে বৃত্তাকার বাগান ,কি-হোল গার্ডেন,স্কোয়ার মিটার গার্ডেন ,সার্কেল গার্ডেন ইত্যাদির৷৷ ১৭ই জানুয়ারী২০২০এই সংস্থা ঔ ৮টি স্কুলকে নিয়ে হিঙ্গলগজ্ঞ ব্লকের কমিউনিটি হলে বার্ষিক আলোচনা ,মতামত বিনিময় কর্মশালাও বিদ্যালয়ের মেয়েরাদের রান্নার পরতিযোগিতার আয়োজন করে৷৮বিদ্যালয় স্টল ছিল যেখানে অরগ্যানিক কিচেন গারডেন,হাতের কাজ,বাগানের সবজি,বিদ্যালয়ের,বিজ্ঞবিজ্ঞানের বিভিন্ন মডেল পরিদর্শন করে,অন্যদিকে শিক্ষক -শিক্ষিকা ওছাত্র-ছাত্রী দের প্যানেল ডিসকারশন অনুষ্ঠান চলে,বিভিন্ন গার্ডেন বিষয়ক গেম কর্নার,চাষীদের বীষমুকত সবজি ,বীজ,চারা প্রদর্শনী এছাড়াও নবম থেকে একাদশ শ্রেনীর ছাত্রীদের রান্নার প্রতিযোগীতা যার থিম ছিল মোচা৷ সংস্থার পক্ষথেকে সব বিদ্যালয়কে উপহার হিসাবে ট্রফি,এবং প্রতিযোগি বিজয়ীদের খাতা,কলম,গাছ,নানাজিনিস দেওয়া হয়৷এছাড়াও অনেক স্কুল -মাদ্রাসাগুলিও অংশ গ্রহন করে৷ সমস্ত আগত ছাত্র -ছাত্রী দের,শিক্ষক-শিক্ষিকা দের দচওয়া হয় দেশীয় সব্জীর বীজ,বাগান সংক্রান্ত বই৷
অতিথিদের বরন করা হয় বিভিন্ন গাছ,বই,ব্যাগ এবংখাতা-পেন দিয়ে৷
বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন হিঙ্গলগজ্ঞ ব্লকের পূর্তদপ্তর কর্মদক্ষ মাননীয় সহিদুললাহ গাজী মহাশয়,পঙ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া অর্চনা মৃধা এবং পঙ্চায়েত প্রধান ,অন্যান্য দপ্তরের আধিকারিক বৃন্দ সঙ্গে ৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা গন৷ সংস্থার চিফ পোগ্রাম অফিসিয়ার মাননীয়া সোমজিতা চ্যাটার্জী ,শিক্ষা বিভাগের কোঅর্ডিনেটর মাননীয় সূর্য কান্ত দাস,সদস্যগণ -অনির্বাণ ব্যানার্জী,দুর্গা শংকর প্রধান ,মামুল হাসান গাজী এবং আরও অনেকে৷