আমেরিকার ২৪৪ বছরের রেকর্ড ভেঙ্গে খানখান হয়ে গিয়েছে

আমেরিকার ২৪৪ বছরের রেকর্ড ভেঙ্গে খানখান হয়ে গিয়েছে

    নতুন গতি ওয়েব ডেস্ক: পাপের মূল্য চোকাতে হচ্ছে মার্কিন বাসিন্দাদের। কার্যত বিশ্বের ‘সুপার পাওয়ার’-দের কুলপতি আমেরিকাকে নিয়ে ছিনিমিনি খেলছে ৬০ ন্যানোমিটারের এক অতি ক্ষুদ্র ভাইরাস। আর করোনার দাপটে এমন দুর্দশা বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশের, যে ২৪৪ বছরের রেকরড ভেঙ্গে খানখান হয়ে গিয়েছে।
    বির্পযস্ত আমেরিকা এই মুর্হূতে কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে , করোনায় বিশ হাজারের বেশী লোক মারা গেছে ,পাঁচ লক্ষের বেশী আজ করোনায় আক্রান্ত ।এই রকম এক বড় সমস্যার সামনে আমেরিকা । কথায় বলে, ‘পাপ ছাড়ে না বাপকে।’ বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ হওয়ার সুবাদে এতদিন অকারণে ছোট আর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলির উপরে অত্যাচারের বুলডোজার চালাচ্ছিল আঙ্কেল স্যামের দেশ। আমেরিকার ‘দাদাগিরির’ কারণে লাখ-লাখ প্রাণ ঝরেছে বিশ্বের নানা প্রান্তে।নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো অন্যান্য অঙ্গ রাজ্যে যাতে পরিস্থিতির অবনতি না হয় এবং মৃত্যুমিছিল শুরু না হয়, তার জন্য শনিবার দেশের ৫০ অঙ্গ রাজ্য সহ সব নিয়ন্ত্রণাধীন অঞ্চলেই জারি হয়েছে জরুরি অবস্থা। সেই সংক্রান্ত বিলে সই-ও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম আমেরিকায় সব রাজ্যে একইসঙ্গে জরুরি অবস্থা জারি করা হল।