|
---|
রফিকউদ্দিন মণ্ডল: পূর্ব বর্ধমানে কেন্না ঈদগাহে ঈদের নামাজ শুরু হয় সকাল ৭-৩০মিনিটে শেষ হয় ৮-৩০মিনিটে৷ নামাজ পড়ান মৌলানা হায়দার আলি৷ নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও মেলবন্ধোন হয়৷ নজরুল সংর্ঘের উদ্যগে এই তিনদিনের ঈদ অনুষ্ঠিত হয়৷ ক্রীড়া অনুষ্ঠানের মধ্য ছিলে দৌড়,মারবেল দৌড়,অঙ্ক দৌড়, সটফার্ট দৌড় এবং সংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ, ছবি আঁকা, নাটক, কুইজ, গজল ৷ সকল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়৷ নাসারী থেকে মাধ্যমিক পড়া ছেলেমেয়েরা অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানে বিশেষ এক সাস্থ্য শিবির নিয়ে আলোচনা করেন সরকারী হসপিটালে করর্মরত এম বি এস, ডা: তাহাসিন রহমান ও ডা: সাহারুখ মণ্ডল ৷ শ্রুতি নাটক করেন জেসমিন নাহার, আফরোজউদ্দিন৷ সংগ্রীত পরিবেশন করে আনজ্ঞুম মুনির ও সুহান রহমান৷ ২০১৯সালের ৩২জন পাশ করা, এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছেলেমেয়েদের সংবর্ধনা দেওয়া হয়৷ অনুষ্ঠানে ছিলো হাস্যকৌতুক,হরবলা ও জাঙ্গলী ও ম্যাজিসিয়ান হয়৷ এলাক বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এই অনুষ্ঠানের সহযোগিতা করেন সম্পাদক আবুল হাসান ও সদস্য শামিম রহমান,আহমেদ হোসেন,ওসমীন মল্লিক,রফিকুল ইসলাম, মহ বদরউদ্দিন, ওয়াসিম রহমান , সাজ্জাদ হোসেন,আইচউদ্দিন, সহিফ সরকার৷