|
---|
আবু সালেহ মুসা, বারাসাত: “ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের” কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশে হাওড়া জেলার জগদীশপুর শাখা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বৃক্ষরোপন, বস্ত্র বিতরন এবং হাজী সাহেবদের সম্বর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান করা হয়।
পবিত্র ঈদ উপলক্ষে সারা বিশ্বের মানবজাতীর কল্যানের উদ্দেশ্যে এবং বিশ্বে উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে প্রতি বছরের ন্যায় এই বছরেও বৃক্ষরোপন করা হয়। সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের মানবিক প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে এলাকার বিশিষ্ট বুদ্ধীজীবি থেকে সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগদ্বীশ পুর শাখা কমিটির সম্পাদক সাবির আলি মল্লিক ও আমিনউদ্দিন প্রমুখ।