|
---|
নূর আহমেদ,মেমারী : ১৮ সেপ্টেম্বর ২০২৩ মেমারীর কৃষ্টি প্রেক্ষাগৃহে মৃণাল সেন জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয় মৃণাল সেন জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শুভ প্রসাদ নন্দী মজুমদার এবং মৃণাল সেনের ওপর আলোচনা করেন অধ্যাপক সুমন্ত বন্দোপাধ্যায় ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর মুহূর্তে মৃণাল সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সম্পাদক দীপঙ্কর বিশ্বাস সভাপতিকে আহ্বান জানান মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সভাপতি ডাক্তার অভয় সামন্ত তার বক্তব্যে কৃষ্টি প্রেক্ষাগৃহ নির্মাণের উপর দুই চার কথা বলেন এবং মৃণাল সেন সম্পর্কেও বেশ কিছু বক্তব্য রাখেন। অধ্যাপক সুমন্ত বন্দোপাধ্যায় মৃণাল সেনের জীবনযাত্রা ও সমসাময়িক জীবন নিয়ে আলোচনা করেন। বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মৃণাল সেনের বিভিন্ন সিনেমা ও চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেনয প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হওয়ার পর মৃণাল সেনের বিখ্যাত ছবি “ভুবন সোম” এবং “চালচিত্র” প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানে মেমারির সংস্কৃতিপ্রবণ মানুষেরা উপস্থিত ছিলেন।