রাখিবন্ধন উৎসব কর্মসূচি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

সংবাদদাতা : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী ও কল্যাণী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে আয়োজিত হয় রাখিবন্ধন উৎসব কর্মসূচি। কিছুদিন আগেই যাদবপুরের রাগিং নিয়ে এক অভিনব আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক ভ্রাতৃত্বের বার্তা দিয়ে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পাথেও করে রাখি বন্ধন উৎসব পালন করে এবং সকলকে রাখি পরিয়ে পাশে থাকার বার্তা দেন। ছাত্রনেতা মামুন হাসান, আমারুল শেখ, সন্দীপ বিশ্বাস সহ সাধারণ ছাত্র ছাত্রীরা এই কর্মসূচির উদ্দ্যোগ নেয়। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, পিজি কাউন্সিল সেক্রেটারি, রসয়ান বিভাগের অফিস কোর্ডিনেটর ফারুক আহমেদ ও অন্যান্য আধিকারিকেরা তাদের এই কর্মসূচির প্রশংসা করেন।

    ভবিষ্যতে সকলে যাতে বন্ধুত্বের পরিবেশ বজায় রেখে এইভাবেই একসাথে পথ চলতে পারে এবং বিশ্ববিদ্যালয়কে একটা সুষ্ঠ পরিবেশ উপহার দিতে পারে তার জন্য এই আয়োজন।
    “কিছুই কোথাও যদি নেই
    তবু তো কজন আছি বাকি
    আয় আরো হাতে হাত রেখে
    আয় আরো বেঁধে বেঁধে থাকি।”