বাবুলের শপথগ্রহণ নিয়ে তৈরি হল জটিলতা

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয় । এবার তাঁর বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পালা । আর সেই শপথগ্রহণ নিয়েই তৈরি হল জটিলতা ।সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড়ের নয়া শর্তই তৈরি করল যাবতীয় সমস্যা । বিধানসভা সূত্রে খবর, বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । সূত্রের দাবি, বাবুল সুপ্রিয়ের শপথগ্রহণ সংক্রান্ত ফাইল শুধু ফেরত পাঠানোই নয়, বিধানসভার সচিবকে তলব করেছেন রাজ্যপাল । বেশ কিছু শর্তও দিয়েছেন রাজ্যের সংবিধানিক প্রধান । বিশেষ সূত্রের খবর, বিধায়ক হিসাবে চলতি সপ্তাহেই শপথ নেওয়ার কথা রয়েছে বাবুল সুপ্রিয়র । সেই মতো অধ্যক্ষ যাতে শপথ গ্রহণ করাতে পারেন, সেই বিষয়ে রাজভবনে একটি ফাইল পাঠানো হয়েছিল । কিন্তু সেই ফাইল রাজ্যপাল ধনখড় ফেরত পাঠিয়ে দিয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর।

    কিন্তু কেন ফেরত পাঠানো হল ফাইল ? রাজ্যপাল জগদীপ ধনখড়ের দাবি, অধিবেশনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন করা হয়েছিল । কিন্তু বিধানসভার তরফে কোনও প্রশ্নেরই উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ রাজভবনের । সূত্রের খবর, রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলেই বিধানসভার অধ্যক্ষের পাঠানো ফাইলে সই করবেন তিনি । যদিও, রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের । এমনকি কোনও প্রশ্নই আর বাকি নেই বলেও দাবি অধ্যক্ষের ।

    উল্লেখ্য, একাধিক ইস্যুতে রাজভবন-নবান্ন সংঘাত নতুন কিছু নয় । অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করে মাঝে মধ্যেই সংঘাতে জড়ায় রাজ্য-রাজ্যপাল । আর এই বিতর্কের মধ্যেই এবার বাবুলের শপথ বাক্য পাঠ করানো নিয়েও নয়া সংঘাত । ফলে নয়া এই সংঘাতের কারণে আটকে গিয়েছে বিধানসভায় বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ । তবে কবে হতে পারে এই শপথগ্রহণ অনুষ্ঠান, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।