|
---|
জলপাইগুড়ি: ফের সক্রিয় মাদক পাচারকারী । শিলিগুড়িকে করিডর করে ভিন দেশ বা ভিন রাজ্যে মাদক পাচার এখন পাচারকারীদের নিত্যদিনের কাজ । তবে মাদক মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । তাদের লাগাতার অভিযানে বর্তমানে পাচারকারীরা কোনঠাশা হলেও বেশ কিছু মাদক চক্র এখনও বেশ সক্রিয়।
মঙ্গলবার এমনই এক মাদক চক্রের ৪ পান্ডাকে গ্রেপ্তার করল SOG এবং এনজেপি থানা ।
রাতে তাদের এন জেপী থানাতেই রাখবার ব্যাবস্থা করা হয় এন জেপী থানার পক্ষ থেকে।
তাদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এদিন রাতে তাদের যৌথ অভিযানে এনজেপি থানার অধিনস্থ পোড়াঝাড় থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কিলোগ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ১০ লক্ষ টাকা । ধৃতরা হল আব্দুল রজ্জাক , মুসিদুল মন্ডল, হাবিবুর এসকে আতিকুল ইসলাম । পুলিশসূত্রে জানা গেছে অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল।তাদের আজকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।