|
---|
নতুন গতি, হাওড়া: ধসা শরিফ আব্বাসীয়া ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত “আব্বাসীয়া তালিমুল কুরআন” এ পালন হল ইফতার মজলিস।
এই মজলিসে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন আব্বাসীয়া তালিমুল কুরআনের প্রধান শিক্ষক হাফেজ কারী মুহাম্মদ সাইফুল্লাহ সাহেব, ধসা শরিফ বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মহঃ ফজলুল হাদী সাহেব, মওলানা ফজলুল বাকী সাহেব, আব্বাসীয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মহঃ ইউশা আব্বাসী ও সমাজের বিভিন্ন গুণিজনরা।