|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার প্রয়াত কাউন্সিলর রাহুল নাগের স্মৃতিতে রাহুল নাগ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দ্বিতীয় বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রাহুল বাবুদের রবীন্দ্রনগরস্থিত বাসভবনে। রবিবার সকালে সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। পাশাপাশি প্রয়াত রাহুল নাগের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথি বৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক তথা রাহুলবাবুর স্ত্রী শালবনী নিচু-মঞ্জরী গার্লস হাইস্কুলের শিক্ষিকা শ্রাবণী নাগ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু সামন্ত, চিকিৎসক দম্পতি ডাঃ কাঞ্চন ধাড়া ও ডাঃ সন্ধ্যা ধাড়া, “শিক্ষায়ত্ন” গৌতম বোস, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,শিক্ষারত্ন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, রক্তদান আন্দোলনের দুই কর্মী জয়ন্ত মুখার্জি ও অসীম ধর, প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, প্রধান শিক্ষক নারায়ন প্রসাদ চৌধুরী, প্রধান শিক্ষক সুভাষ জানা, শিক্ষক ও সঙ্গীত শিল্পী প্রলয় বিশ্বাস, শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, শিক্ষিকা সুতপা বসু, শিক্ষিকা অনিন্দিতা কুন্ডু, শিক্ষিকা সবিতা মান্না, নাট্য ব্যক্তিত্ব রবীন ধর, সংস্কৃতিকর্মী বিশ্ব বন্দ্যোপাধ্যায়, শিক্ষক সুমনজিৎ দে, সমাজসেবী অভ্রজ্যোতি নাগ, সমাজসেবী ওয়াসিম আহমেদ,সঞ্চালক অভিজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাহুল বাবুর কন্যা শ্রীজিতা নাগসহ মোট ১১ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। শ্রীজিতা এই প্রথম বার রক্ত দিলেন। সমস্ত রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান কমিটির যুগ্ম সম্পাদক শ্রাবনী নাগ ও শ্রীজিতা নাগ। সবুজায়ন ও করোনা সচেতনতার বার্তা দিতে এদিন সমস্ত রক্তদাতাদের একটি করে চারাগাছ, মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উল্লেখ্য মেদিনীপুর শহরের নির্ণয় হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল নাগ ২০১৮ সালের ২৩ শে জুলাই প্রয়াত হন।